ABAR BRISTI NAMLO First song of the album ‘KINTU KOBE’ Artist : COAST32 Members: Vocal, Composition, Music Arrangement, Mixing- Rishi Lyrics, Lead Guitar – Shankhadip Drums and Percussion – Shankha Bass Guitar – Raj Rhythm Guitar – Pritam
আবার বৃষ্টি নামলো , তোমাদের কথায়…
দুপুরের ক্লান্ত বারণ , কবিতার খাতায় ।
রাস্তার চোখ জলে ভাসে, ধূসর প্রহরে,
ভেজা গান ভিড় করে আসে, অন্য শহরে
তাই ক্যফিনের ধোঁয়া মাখা তারে, আলগোছে গান ।
শহরের ভেজা অভিসারে, ভেজা এই গান ।
ভিজে যায় আলো, ভিজে যায় কথা, ভেজা ভেজা যত অভিমান
ক্লান্ত বিকেলে, বৃষ্টির জলে, ভেজা অনুরনণের টান,
বইয়ের ফাঁকে, লুকোনো তোমাকে, চিনতে শেখার অবসান ।
আবার বৃষ্টি থামলো , তোমাদের কথায়…
আকাশের কালশিটে রং, কবিতার খাতায়
সন্ধ্যের বুকে মাথা রেখে, রাস্তারা কাঁদে
ভেজা পায়ে ছাদ থেমে আসে , মেঘ মাখা চাঁদে
তাই পেয়ালার তলানিতে থাক, আলগোছে গান,
শহরের ভেজা অভিসারে, ভেজা এই গান ।
Leave a Reply
Nice song.
Really.